The clerk checked us ____ and gave us our keys.
Solution
Correct Answer: Option A
- 'কোনো হোটেল কিংবা বাসায় হাজির হয়ে খাতায় নাম লেখানো' অর্থে check এর পরে preposition হিসেবে in বসে।
- অন্যদিকে, ‘মূল্য পরিশোধ করে হোটেল ত্যাগ করা' অর্থে check out বসে।
- The clerk checked us in and gave us our keys : দায়িত্বরত কর্মকর্তা হাজিরা খাতায় নাম লিখল এবং আমাদের রুমের চাবি দিল।