একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ২০% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল?

A ৩০%

B ৩২%

C ৩৫%

D ৩৮%

Solution

Correct Answer: Option D

ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০০ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ ১০০ মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০০০ বর্গ মিটার

দৈর্ঘ্য ১৫% বৃদ্ধিতে, 
আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য = ১১৫ মিটার
ও প্রস্থ ২০% বৃদ্ধিতে
আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য = ১২০ মিটার
নতুন ক্ষেত্রফল = (১১৫ × ১২০) বর্গ মিটার
                   = ১৩৮০০ বর্গ মিটার

ক্ষেত্রফল বৃদ্ধি = ১৩৮০০ - ১০০০০ = ৩৮০০ বর্গ মিটার

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = (৩৮০০ x ১০০)/১০০০০ = ৩৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions