মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অব যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?
A ওয়াল্ট হুইটম্যান
B অ্যালেন গিন্সবার্গ
C উইলিয়াম কার্লোস উইলিয়াম
D রবার্ট ফ্রস্ট
Solution
Correct Answer: Option B
- বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৪-১৬ নভেম্বর, ১৯৭১ সালে ভারতের বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে বাংলাদেশের যশোর সীমান্ত এলাকার আশেপাশে অবস্থিত উদ্বাস্তু শরণার্থী শিবিরগুলোয় অবস্থানরত মানুষের দুঃখ-দুর্দশা দেখে ব্যথিত হয়ে ১৫২ লাইনের একটি কবিতা রচনা করেন, যা "September on the Jessore Road" নামে পরিচিত।
- পরবর্তীতে বব ডিলান এই কবিতাকে গানে রূপদান করেন।
• কবিতার কয়েকটি লাইন-
Millions of Souls,
nineteen seventy one
Homeless on Jessore road under grey sun....