ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তির উদ্দেশ্য ছিলো-

A ইউরোপের সাম্রাজ্যবাদ বন্ধ করা

B ইউরোপে ধর্মযুদ্ধ বন্ধ করা

C অ- ইউরোপীয়দের সাথে যুদ্ধ বন্ধ করা

D অ-ইউরোপীয়দের আক্রমণ থেকে ইউরোপীয়দের রক্ষা করা।

Solution

Correct Answer: Option B

১৬৪৮ সালে স্বাক্ষরিত হয় ওয়েস্ট ফালিয়া শান্তি চুক্তি। এ চুক্তিতে বলা হয় ইউরোপে কোনো অঞ্চলের রাজা যে ধর্মের হবেন ঐ অঞ্চলের ধর্মও সেটি হবে। ইউরোপে ৩০ বছর ব্যাপী চলমান ধর্ম যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে এ চুক্তি করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions