In 2019, which government project in Bangladesh received the award of 'Best Citizen Engagement Project' of Asia?
A Community Clinic
B Polio Vaccination
C 333 Call Center
D Metro Rail
Solution
Correct Answer: Option C
- 'গোভইনসাইভার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯' আসরে 'গোভইনসাইডার এশিয়ার বেস্ট সিটিজেন এঙ্গেজমেন্ট প্রজেক্ট' ক্যাটাগরিতে বিজয়ী হয় বাংলাদেশ।
- ১৩ অক্টোবর ২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এটুআই-এর কল সেন্টার '৩৩৩' প্রকল্পটিকে 'গোভইনসাইভার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯' প্রদান করা হয়।