Solution
Correct Answer: Option D
• অনকোলজিস্ট: ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসা করে।
• প্যাথোলজিস্ট: রোগ নির্ণয়ের জন্য রোগীর টিস্যু ও রক্ত পরীক্ষা করে।
• ইউরোলজিস্ট: পুরুষ ও মহিলা উভয়েরই প্রজনন অঙ্গ (মূত্রাশয়, কিডনি, প্রস্টেট গ্রন্থি, অণ্ডাশয়, জরায়ু ইত্যাদি) এবং মূত্রনালীর রোগ নির্ণয় ও চিকিৎসা করে।
• গাইনোকলজিস্ট: মহিলাদের প্রজনন অঙ্গ ও যৌনাঙ্গের রোগ নির্ণয় ও চিকিৎসা করে।