(লিখিত প্রশ্ন) সাম্প্রতিক বন্যায় আপনার এলাকার গ্যাস লাইনটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আবেদনপত্র লিখুন । 

A অপশন প্রযোজ্য নয়

B অপশন প্রযোজ্য নয়

C অপশন প্রযোজ্য নয়

D অপশন প্রযোজ্য নয়

Solution

Correct Answer: Option A

১৮.১২.২০২০
বরাবর
উপমহাব্যবস্থাপক
আঞ্চলিক বিপণন বিভাগ
মানিকগঞ্জ-১৮৫০
বিষয়ঃ বন্যায় ক্ষতিগ্রস্থ গ্যাস লাইন মেরামতের জন্য আবেদন ।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার শিবালয় থানার হাইওয়ের পাশে এবারের বন্যায় পানি উঠে যা এই এলাকার তিতাস গ্যাসের পাইপের লাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে ১০.১২.২০২০ হতে আজ অবধি আমাদের টেপড়া-দশচিড়া এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে যা আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই সংশ্লিষ্ট গ্যাস লাইন দ্রুত মেরামত আবশ্যক হয়ে পড়েছে।
অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, যথাসম্ভব দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থ গ্যাস লাইন মেরামত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
দশচিড়া গ্রামবাসী
দশচিড়া, টেপড়া, শিবালয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions