বার্ষিক ৫% মুনাফায় কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
A ২০০০০
B ২২০০০
C ২৩০০০
D ২৪০০০
Solution
Correct Answer: Option D
১ মাসের সুদ = ১০০ টাকা
১২ মাসের সুদ = ১০০ × ১২ টাকা
= ১২০০ টাকা
৫ টাকা সুদ হয় যখন আসল ১০০ টাকা
১ টাকা সুদ হয় যখন আসল ১০০/৫ টাকা
১২০০ টাকা সুদ হয় যখন আসল (১০০ × ১২০০)/৫ টাকা
= ২৪০০০ টাকা