মঙ্গলকাব্যের কবি নন কে?

A কানাহরি দত্ত

B দাশু রায়

C ভারতচন্দ্র রায়গুণাকর

D মানিক দত্ত

Solution

Correct Answer: Option B

- মঙ্গলকাব্য মধ্যযুগের অন্যতম প্রধান সাহিত্যধারা। এর প্রধান শাখা ৩ টি- মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল।
- এছাড়া ধর্মমঙ্গল, কালিকামঙ্গল সহ আরও কিছু মঙ্গলকাব্য পাওয়া যায়।
- কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদিকবি।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত এবং প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী।
- ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি।
- ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট এবং কালিকামঙ্গল কাব্যের আদিকবি কবি কঙ্ক।
- দাশরথি রায় বা দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি ছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions