ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

A দক্ষিণ এশিয়া

B দক্ষিণ পূর্ব এশিয়া

C আফ্রিকা

D অস্ট্রেলিয়া

Solution

Correct Answer: Option B

- ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল ।
- ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল ।
- ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতন্ত্রীদের সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে ।
- ডমিনো তত্ত্বের মূল কথা একটি রাষ্ট্র যাদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় , তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজতন্ত্র প্রতিষ্টা পাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions