A কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে বলে ROM
B mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন
C কম্পিউটার বাগ' হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
D RAM চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি
Solution
Correct Answer: Option D
ROM হলো স্থায়ী Memory, এতে সংরক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়, কিন্তু সংযোজন বা পরিবর্তন করা যায় না। আর .mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন, 'কম্পিউটার বাগ' হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। অন্যদিকে, RAM চিপ আবিস্কার করে Intel Corp.