ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-
A ৯০° অপেক্ষা বৃহত্তর
B ১৮০° অপেক্ষা বৃহত্তর
C ৯০° অপেক্ষা ক্ষুদ্রতর
D ১৮০° অপেক্ষা ক্ষুদ্রতর
Solution
Correct Answer: Option B
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
তাই ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° অপেক্ষা বৃহত্তর হবে।