'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' কোন কাব্যের পংক্তি?
A পদ্মাবতী কাব্যের
B শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
C চর্যাপদের
D মঙ্গল কাব্যের
Solution
Correct Answer: Option D
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন।
- এ কাব্যের দ্বিতীয় অংশ 'বিদ্যাসুন্দর'।
- এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।' 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।' 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।'