২৮ তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP - 28) কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A স্কটল্যান্ড
B সংযুক্ত আরব আমিরাত
C সুইজারল্যান্ড
D পাকিস্তান
Solution
Correct Answer: Option B
COP-28:
- ২০২৩ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন।
- যা সাধারণত COP-28 নামে পরিচিত।
- ইহা ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হয়েছে।
- যা ৩০শে নভেম্বর থেকে ১২শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হয়েছে।