একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভূজ c হলে নীচের কোনটি সঠিক
A c2 = a2 + b2
B c2 = √(a2 + b2)
C a2 = b2 + c2
D b2 = a2 + c2
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
⇒ c2 = a2 + b2