‘ফ্লুরোনা‘ কিসের নাম?

A এক প্রকার ভাইরাস

B ইতালির একটি শহরের নাম

C ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ

D এক জাতীয় গোলাপ ফুল

Solution

Correct Answer: Option C

- যদি কারো একই সঙ্গে সাধারণ ফ্লু ও করোনা—এই দুইয়ের উপসর্গ থাকে তাহলে তাকে বলা হচ্ছে ফ্লুরোনা।
- এর লক্ষণগুলো হলো জ্বর, কাশি, ক্লান্তি, সর্দি, গলা ব্যথা ইত্যাদি।
- একে অনেকে ডাবল সংক্রমণও বলছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions