যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?

A ৬০.৫%

B ৩৭.৫%

C ৪০.৫%

D ৫০%

Solution

Correct Answer: Option B

৬০% বৃদ্ধিতে
বাস ভাড়া = ১০০ + ১০০ এর ৬০%
= ১০০ + ১০০ এর ৬০/১০০
= ১০০ + ৬০
= ১৬০ টাকা

এখন,
১৬০ টাকার স্থলে খরচ করতে হবে ১০০ টাকা
১ টাকার স্থলে খরচ করতে হবে ১০০/১৬০ টাকা
∴ ১০০ টাকার স্থলে খরচ করতে হবে (১০০ × ১০০)/১৬০ টাকা
= ৬২.৫

∴ খরচ কমাতে হবে = (১০০ - ৬২.৫)%
= ৩৭.৫ %

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions