Solution
Correct Answer: Option A
জাতীয় বাজেট ২০২৩-২৪:
- এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট(অন্তবর্তীকালীনসহ ৫৩তম)।
- আওয়ামী লীগের ২৪তম বাজেট।
- বর্তমান সরকারের টানা ১৫তম বাজেট।
- বাজেট উত্থাপন: ১ জুন, ২০২৩।
- বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
- সংসদে বাজেট পাশ হয় : ২৬ জুন, ২০২৩ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৩।
- জিডিপির আকার: ৫০,০৬,৭৮২ কোটি টাকা।
- বাজেটের আকার: ৭,৬১,৭৮৫ কোটি টাকা।
- রাজস্ব প্রাপ্তি: ৫,০০,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি : ২,৬১,৭৮৫ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৩,০০০ কোটি টা