এক কুইন্টাল চালের দাম ২,০০০ টাকা। কেজি প্রতি ৫ টাকা বাড়লে বর্তমানে ১ কুইন্টাল চালের দাম কত?
A ৩,০০০ টাকা
B ৫০০ টাকা
C ২,৫০০ টাকা
D ১,৫০০ টাকা
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
১ কুইন্টাল = ১০০ কেজি
১ কেজি চালের দাম বাড়ে = ৫ টাকা
১০০ কেজি চালের দাম বাড়ে = (৫ × ১০০) টাকা
= ৫০০ টাকা
বর্তমানে ১ কুইন্টাল চালের দাম = (২০০০ + ৫০০) টাকা = ২৫০০ টাকা