একটি বাক্সের ২ মিটার দৈর্ঘ্য, ১ মিটার ৫০ সেমি প্রস্থ এবং ১ মিটার উচ্চতা। বাক্সটির আয়তন কত?
A ৩ ঘনমিটার
B ৫ ঘনমিটার
C ২ ঘনমিটার
D ৩ মিটার
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সে.মি. = {১ + (৫০/১০০)} মিটার
∴ প্রস্থ = ১.৫ মিটার
উচ্চতা = ১ মিটার
∴ বাক্সটির আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (২ × ১.৫ × ১) ঘন মিটার
= ৩ ঘন মিটার