• বাক্যস্থিত অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে সে কর্তাগুলোকে অসমান অসমাপিকা ক্রিয়া বলে।
• অসমাপিকা ক্রিয়ার অসমান কর্তা ২ প্রকার। যথা- শর্তাধীন কর্তা ও নিরপেক্ষ কর্তা।
• শর্তাধীন কর্তা: এ জাতীয় কর্তাদের ব্যবহার শর্তাধীন হতে পারে।
উদাহরণ –
-তোমরা বাড়ি এলে আমি রওনা হব।
-এখানে 'এলে' অসমাপিকা ক্রিয়ার কর্তা 'তোমরা' এবং 'রওনা হব' সমাপিকা ক্রিয়ার কর্তা 'আমি'।
- তোমাদের বাড়ি আসার ওপর আমার রওনা হওয়া নির্ভরশীল বলে এ জাতীয় বাক্যে কর্তৃপক্ষের ব্যবহার শর্তাধীন।
অনুরুপ,
- সে এলে আমি যাব।