'তবু যেন তা মধুতে মাখা' -কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option D
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
- তবু যেন তা মধুতে মাখা। - করণে সপ্তমী।