দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
A ভিন্ন পরিধি বিশিষ্ট
B অসমান
C সমান
D সমকেন্দ্রিক
Solution
Correct Answer: Option C
- ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা।
- দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে তাদের ব্যাসও সমান হবে।
- অর্থাৎ বৃত্ত দুইটি সমান হবে।