শূন্যসহ সকল ধনাত্নক ও ঋনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কী বলা হয়?

A মূলদ সংখ্যা

B অমূলদ সংখ্যা

C পূর্ণ সংখ্যা

D স্বাভাবিক সংখ্যা

Solution

Correct Answer: Option C

- শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখন্ড সংখ্যাই পূর্ণ সংখ্যার আওতাভুক্ত। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক এবং শূন্য মিলে যে সংখ্যা গঠিত হয় তাকে পূর্ণ সংখ্যার সেট বলে ।যেমনঃ - 3, - 2, - 1, 0, 1, 2, 3, ইত্যাদি পূর্ণসংখ্যার উদাহরণ ।
- সকল পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions