"Vienna convention on diplomatic relations' কত সালে কার্যকর হয়?
A ১৯৬১ সালে
B ১৯৬২ সালে
C ১৯৬৪ সালে
D ১৯৬৯ সালে
Solution
Correct Answer: Option C
- কূটনীতিকদের আচরণগত বিষয় নিয়ে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তা 'ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন্স' হিসেবে পরিচিত।
- এটি ১৯৬১ সালে স্বাক্ষরিত এবং ১৯৬৪ সালে কার্যকর হয়।
- চুক্তিটিতে মোট ৫৩টি আর্টিকেল রয়েছে।