'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন' -

A অব্যয়

B বিশেষ্য

C বিশেষণ

D সর্বনাম

Solution

Correct Answer: Option A

বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না, তাকে অব্যয় পদ বলে।
যেমনঃ এবং, ও, আর, কার্যত, যেন, বরং।
সুতরাং, 'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন' একটি অব্যয় পদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions