Solution
Correct Answer: Option C
‘উড়োখই’ বাগধারাটির আক্ষরিক অর্থ হলো যে খই বাতাসে ওড়ে বা যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আলঙ্কারিক অর্থে, এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো কাজ করেন না বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান। তাই অভিধান ও ব্যাকরণ অনুসারে এর সঠিক অর্থ হলো অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এছাড়া একে ‘ভবঘুরে’ বা ‘বাউন্ডুলে’ অর্থেও ব্যবহার করা হয়।
• উদাহরণ:
- সারাদিন উড়োখই গোবিন্দর মতো না ঘুরে পড়াশোনায় মন দাও। (এখানে ‘উড়োখই গোবিন্দ’ বলতে অলস বা বাউন্ডুলে স্বভাবের ব্যক্তিকে বোঝানো হয়েছে)।