শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান?

A জননী

B বনী আদম

C ক্রীতদাসের হাসি

D চৌরসন্ধি

Solution

Correct Answer: Option C

- শওকত ওসমান 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন।
- এই উপন্যাসটি প্রতীকাশ্রয়ী উপন্যাস যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- তাঁর রচিত কিছু উল্লেখযোগ্য উপন্যাস- জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জননী, জলাঙ্গী, নেকড়ে অরণ্য প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions