Hate শব্দটির সঠিক antonym কোনটি?
A Admire
B Abhor
C Concern
D Loathe
Solution
Correct Answer: Option A
- Hate: ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা
- Admire: মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা
- Loathe: বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।
- Concern: কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ
- Abhor: ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা।