একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A ১২ বর্গফুট
B ৬ বর্গফুট
C ৩০ বর্গফুট
D ৪০ বর্গফুট
Solution
Correct Answer: Option B
এখানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
∴ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
= (১/২) × ৪ × ৩
= ৬ বর্গ একক
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৬ বর্গ একক।