১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?

A ২০%

B ১৫%

C ৩০%

D ২৫%

Solution

Correct Answer: Option D

১২টি ডিমের বিক্রয়মূল্য = ১ টাকা
১টি ডিমের বিক্রয়মূল্য = ১/১২ টাকা

১৫টি ডিমের ক্রয়মূল্য = ১ টাকা
১টি ডিমের ক্রয়মূল্য = ১/১৫ টাকা

∴ লাভ = (১/১২) - (১/১৫)
= (৫ - ৪)/৬০
= ১/৬০

এখন,
১/১৫ টাকায় লাভ হয় = ১/৬০ টাকা
১ টাকায় লাভ হয় = (১/৬০)/(১/১৫) টাকা
∴ ১ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)/৬০ টাকা = ২৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions