সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ?
A সমকোণ
B সূক্ষ্মকোণ
C স্থূলকোণ
D সরলকোণ
Solution
Correct Answer: Option B
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ।
- অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।