এক বিক্রেতা ১০টি কমলা যে দামে ক্রয় করে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
১০টি কমলার ক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ১/১০ টাকা
আবার,
৮টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা
∴ লাভ = (১/৮) - (১/১০)
= (৫ - ৪)/৪০
= ১/৪০
এখন,
১/১০ টাকায় লাভ হয় = ১/৪০ টাকা
১ টাকায় লাভ হয় = (১/৪০)/(১/১০) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০× ১০০)/৪০ টাকা = ২৫ টাকা