পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪
ধরি, পিতার বয়স ১১ক
∴ পুত্রের বয়স ৪ক
প্রশ্নমতে,
১১ক = ৪৪
⇒ ক = ৪৪/১১
∴ ক = ৪
∴ পুত্রের বয়স = ৪ × ৪ বছর
= ১৬ বছর
∴ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৪৪ + ১৬) বছর
= ৬০ বছর