বায়ুতে জলীয়বাষ্পের বা পানির উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা ২ ভাগে প্রকাশ করা যেতে পারে-
১.পরম আর্দ্রতা
২.আপেক্ষিক আর্দ্রতা
- বায়ুর আদ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।
- বাতাসে তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে।
- সুতরাং, বায়ুর আর্দ্রতা রক্ষায় পানির ভূমিকা গুরুত্বপূর্ণ।