লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
A পানি
B অক্সিজেন
C কেরোসিন
D পানি ও অক্সিজেন
Solution
Correct Answer: Option D
- আর্দ্র বাতাসে লোহার উপর এক ধরনের কালচে বাদামি আস্তরন পড়ে তাকে মরিচা বলে।
- বাতাসের অক্সিজেনের সঙ্গে লোহার রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হয় আয়রন অক্সাইডের একধরনের যৌগ। এই যৌগই মরিচা।
- মরিচার সংকেত Fe2O3. nH2O