ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ‘ইউরো’ গ্রহণ করেনি?
Solution
Correct Answer: Option C
• EU এর ২৭ টি দেশ ইঊরো মুদ্রা ব্যাবহার করলেও ইংল্যান্ড তার পাশাপাশি নিজস্ব মুদ্রা চালু রেখেছিল।
• ব্রেক্সিট হউয়ার পর ইংল্যান্ড EU ছেড়ে বের হয়ে যায়।
- ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগকারী একমাত্র দেশ যুক্তরাজ্য।
- দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ২৩ জুন, ২০১৬ সালে গণভোটের (Brexit Poll) আয়োজন করে।
- এতে Brexit এর পক্ষে ৫২ শতাংশ আর বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে।
- ৩১ জানুয়ারি, ২০২০ সালে ব্রেক্সিট বিল কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে।
- ১ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন হয় ২৭ ইউরোপীয় দেশভুক্ত জোট।
- আর যুক্তরাজ্য ৩১ ডিসেম্বর, ২০২১ সালে সরকারিভাবে EU থেকে আলাদা হয়।