Solution
Correct Answer: Option C
জিবুতি নিয়ে কিছু তথ্যেঃ
- জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি (Biological Weapons Convention) -এ জিবুতি সাক্ষর করেনি।
- বিশ্বের সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ জিবুতে অবস্থিত, যার নাম 'লেক আসাল'
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট, যার সদস্য জিবুতি।
- জিবুতি অবস্থিত 'আফ্রিকার শিং'
- এর রাজধানী জিবুতি, দেশের নাম ও রাজধানীর নাম একই।
- এই দেশের অবস্থান 'এডেন উপসাগরের পাশে'
- এর মুদ্রার নাম 'ফ্রাংক'