বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Solution
Correct Answer: Option C
- সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশননন্দিনী (১৮৬৫) ।
- তার রচিত আরো কয়েকটি উপন্যাস-
- বিষবৃক্ষ(১৮৭৩),
- আনন্দ মঠ (১৮৮২),
- সীতারাম(১৮৮৭),
- কপালকুণ্ডলা(১৮৬৬),
- কৃষ্ণকান্তের উইল (১৮৭৮)।