এককথায় প্রকাশ করুন: ‘কোথাও উন্নত কোথাও অবনত’ -

A অনুন্নত

B বন্ধুর

C উন্নত-অবনত

D উবনত

Solution

Correct Answer: Option B

কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর।

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
•   যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
•   যা নিবারণ করা কষ্টকর  - দুর্নিবার।
•   পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
•   বিশ্বজনের হিতকর -  বিশ্বজনীন
•   যা প্রমান করা যায় না - অপ্রমেয়
•   একই সময়ে বর্তমণ  - সমসাময়িক
•   যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য।
•   যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
•   যা বহু কষ্টে লাভ করা যায়  - দুর্লভ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions