বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
A ৭,৫০০ টাকা
B ৮,৫০০ টাকা
C ৯,০০০ টাকা
D ৯,২০০ টাকা
Solution
Correct Answer: Option B
৩০% বৃদ্ধিতে,
পূর্বের বেতন ১০০ টাকা হলে বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা
বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন ১০০/১৩০ টাকা।
∴ বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন (১০০ × ১১০৫০)/১৩০ টাকা = ৮৫০০ টাকা।