একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
Solution
Correct Answer: Option B
১৫% ক্ষতি হলে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮৫ টাকা।
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০০/৮৫ টাকা।
সুতরাং,
বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য (১০০*৬১২)/৮৫ টাকা= ৭২০ টাকা।