কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
A ৪০০ টাকা
B ৪০৫ টাকা
C ৪১০ টাকা
D ৪৩৫ টাকা
Solution
Correct Answer: Option A
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা
২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা
∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা