২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
মনেকরি
দুটি সংখ্যা ক ও খ
শর্তমতে,
ক + খ = ১৩০…...............(১)
ক - খ = ১০ …....................(২)
(১) + (২) ⇒
ক + খ + ক - খ = ১৩০ + ১০
বা, ২ক = ১৪০
বা, ক = ৭০
ক এর মান (১) নং এ বসিয়ে পাই,
৭০ + খ = ১৩০
বা, খ = ১৩০ - ৭০
বা, খ = ৬০
সুতরাং, বৃহত্তম সংখ্যাটি ৭০