ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে?
A ফসফরাস
B পটাশিয়াম
C নাইট্রোজেন
D কার্বন
Solution
Correct Answer: Option C
- বেসিমার পদ্ধতিতে ইউরিয়া সার উৎপাদিত হয়।
- ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে।
- ইউরিয়া সারে ৪৪-৪৬% নাইট্রোজেন থাকে।
- ইউরিয়া সারের প্রধান কাজ হলো গাছকে সবুজ ও সতেজ করা।