নিচের কোনটি ডেটা (data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না?

A পেন ড্রাইভ

B ফ্লপি ডিস্ক

C ভিজিএ

D মেমোরি কার্ড

Solution

Correct Answer: Option C

• VGA -এর পূর্ণরূপ Video Graphics Array ।
• বর্তমানে বহুল প্রচলিত ১৫ পিন সমৃদ্ধ কার্ডসমূহকে ভিজিএ কার্ড হিসেবে অভিহিত করা হয় । এর কাজ কম্পিউটারের আউটপুট ইমেজ তৈরি করা ।
• মডেম হলো এক ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions