Solution
Correct Answer: Option D
কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর সাহিত্য কর্মের মধ্যে কাব্যগ্রন্থ তার উল্লেখ্যযোগ্য সৃষ্টি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার মোট ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলো,
- “প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে”,
- “রৌদ্র করোটিতে”,
- “নিরালোক দিব্যরথ",
- “নিজবাসভূমে”,
- “আমি অনাহারী”
- "স্বাধীনতা তুমি",
- “তুমি আসবে বলে হে স্বাধীনতা" ইত্যাদি।