কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
A সেন আমলে
B গুপ্ত আমলে
C পাঠান আমলে
D পাল আমলে
Solution
Correct Answer: Option A
- বাংলা লিপির গঠন কাজ শুরু হয়েছিল সেন যুগে এবং স্থায়ীরূপ লাভ করে পাঠান যুগে।
- পঞ্চানন কর্মকার ও চালর্স উইলকিন্স এর কল্যানে বাংলা লিপির উদ্ভব হয়েছিল এবং প্রথম স্যার ন্যাথালিয়েন ব্রাসি হেলহেড এর "আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ" ব্যাকরণ প্রকাশের মধ্য দিয়ে বাংলা মুদ্রণ শিল্পের যাত্রা আরম্ভ হয়।