নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনিমূলক উপন্যাস ?
Solution
Correct Answer: Option C
- শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লিখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন।
- তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো :
বিরাজ বৌ (১৯১৪) ,
পল্লী সমাজ (১৯১৬),
বৈকুণ্ঠের উইল (১৯১৬),
দেবদাস (১৯১৭) ,
গৃহদাহ (১৯২০) ,