পুরস্কার এর সন্ধিবিচ্ছেদ করুন?

A পুর+কার

B পর+স্কার

C পুরঃ+কার

D পুরসঃ+কার

Solution

Correct Answer: Option C

- পুরস্কার এর সন্ধিবিচ্ছেদ = পুরঃ+কার

কতিপয় সন্ধিবিচ্ছেদ :
শে + অন = শয়ন,
নৈ + অক = নায়ক,
গৈ + অক = গায়ক,
পৌ + অক = পাবক,
পো + অন = পবন,
গো + এষণা = গবেষণা,
ভো + অন = ভবন,
পো + ইত্র = পবিত্র,
গো + আদি = গবাদি,
বে + অন = বয়ন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions